মাস ব্যাপি মশক নিধন অভিযান – ২০২১
আজ ২৩/১১/২০২১ ইং তারিখ মঙ্গলবার যশোর পৌরসভার আয়োজনে মাস ব্যাপি মশক নিধন অভি....
বিস্তারিতযশোর একটি অতি প্রাচীন জনপদ । প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে মিশরীয়রা ভৈরব নদের তীরে এক সম্মৃদ্ধ বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে । আনুমানিক ১৪৫০ খ্রীষ্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন । ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে। ১৫৫৫ খ্রীষ্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় ।
যশোর - খুলনা - বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অর্ন্তভুক্ত ছিল । ১৭৮১ খ্রীষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্ম প্রকাশ করে । বর্তমানে যশোর বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ইউনিট । পৃথিবীর মানচিত্রে যশোরের অবস্থান ২২° ৪৯´ উত্তর অক্ষাংশ হতে ২৩° ২৩´ উত্তর অক্ষাংশে এবং ৮৮° ৫০´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯° ৩৪´ পূর্ব দ্রাঘিমাংশে।
যশোর পৌরসভা গঠনের ইতিহাসও অতি প্রাচীন । আজ থেকে দুইশত সতের বছর আগে ১৭৯৩ খ্রীষ্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের এক চার্টারের মাধ্যমে তৎকালীন অবিভক্ত ভারতে পৌর প্রশাসনের সুচনা হয় । প্রথমে কলিকাতা , বোম্বাই ও মাদ্রাজে পৌর প্রশাসন প্রতিষ্ঠিত হয় । আরো অনেক বছর পর আইন গত ভিত্তি দেয়ার জন্য ১৮৪২ সালে প্রথম মিউনিসিপ্যাল আইন পাশ হয় । এ আইনে কোন শহরের বাড়ীর দুই -তৃতীয়াংশ মালিকের আবেদনের প্রেক্ষিতে টাউন কমিটি গঠনের বিধান চালু হয় ।
১৮৫০ সালে মিউনিসিপ্যাল এ্যাক্ট নামে আরেকটি আইন পাশ হয় । এ আইনে পৌরসভা গঠনের উদ্যোগ পৌরবাসীর উপর ছেড়ে দেওয়া হয় । আইনটি সারা ভারত বর্ষে প্রযোজ্য হলেও নগন্য সংখ্যক শহরে পৌরসভা গঠিত হয় । ১৮৫৬ সালে টাউন পুলিশ এ্যাক্ট পাশ হয় । এ আইনে জেলা ম্যাজিট্রেট দেরকে শহরে পঞ্চায়েত কমিটি গঠন এবং বাড়ী ঘরের উপর শতকরা ৫ ভাগ হারে কর নির্ধারনের ক্ষমতা দেওয়া হয় । করের অর্থ শহরের চৌকিদারের প্রতিপালনে ব্যয় করা হত । বাকি অর্থ কনজারভেঞ্চি ,শহরে সড়কবাতি ও উন্নয়নে ব্যয় করা হত ।
১৮৬৪ সালে বেঙ্গল কাউন্সিল ডিষ্ট্রিক মিউনিসিপ্যাল ইমপ্রুভমেন্ট এ্যাক্ট পাশ হয় । আইনটি বড় বড় শহরের জন্য প্রযোজ্য ছিল । এ আইনে সরকার মনোনীত সাতজন নগর বাসীকে নিয়ে টাউন কমিটি গঠন করা হত। বিভাগীয় কমিশনার ,জেলা ম্যাজিট্রেট , সিভিল সার্জন ও নির্বাহী প্রকৌশলী পদাধিকার বলে কমিটির সদস্য থাকতেন, কমিটিকে বাড়ী ঘরের উপর শতকরা ৪ ভাগ হারে কর নির্ধারনের ক্ষমতা দেওয়া হয় । করের অর্থ রাস্তাাঘাট উন্নয়ন বিপজ্জনক অবস্থা নিয়ন্ত্রন টিকাদান , হাসপাতাল ও চৌকিদার প্রতিপালনে ব্যয় করা হত। ১৮৬৪ সালের আইনে তৎকালীন পূর্ববঙ্গে ঢাকা চট্রগ্রাম ও যশোর পৌরসভা স্থাপিত হয় ।
স্বাধীনতার পর সকল পৌরসভা ভেঙ্গে দেওয়া হয় । তুলে দেয়া হয় টাউন কমিটি ও মিউনিসিপ্যাল কমিটির বিভাজন,এবং সবগুলোকে পৌরসভার মর্যাদা দেওয়া হয় । ১৯৭৩ সালে জনগনের সরাসরি ভোটে যশোর পৌরসভার প্রথম নির্বাচন হয়। বর্তমানে যশোর পৌরসভা পরিচালিত হচ্ছে ০১ (এক) জন নির্বাচিত মেয়র, ০৯ (নয়) জন সাধারন আসনের নির্বাচিত কাউন্সিলর এবং ০৩ (তিন) জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর দ্বারা।
খুলনা বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষ ও যশোর জেলার ফায়ার স্টেশনের পরিবর্তিত নম্বরসমূহ সংযুক্ত করা হলো।
“প্রজ্ঞাপন” স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে।
অনাপত্তি সনদ (তারিখঃ ০৩/০১/২০২২ ইং)
Permission for exodus (Nepal) with permission of holidays.
তথ্য অধিকার আইন,২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
অনাপত্তি সনদ (১৩-০৬-২০২১ইং)
বাংলা ১৪২৮ সানের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ১(এক) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদানের নিমিত্তে সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্র ফরম দরপত্র দাখিলের নির্ধারিত তারিখের পূর্বদিন পর্যন্ত (বন্ধেরদিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যে(অফেরতযোগ্য) জেলা প্রশাসক, যশোর, পুলিশ সুপার,যশোর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, যশোর সদর, যশোর ও পৌরসভা কার্যালয়, যশোর থেকে সংগ্রহ করা যাবে।
ভোটার এলাকাসমূহের খসড়া হালনাগাদকৃত ভোটার তালিকা জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে । উক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবি অথবা অন্তর্ভূক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অন্তর্ভূক্তির বিষয় সম্পার্কে সংশোধনী দরখাস্ত অত্র বিজ্ঞপ্তি প্রকাশনার তারিখ হইতে পরবর্তী ১৫ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৩১ জানুয়ারী ২০২১ তারিখের মধ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, যশোর অথবা সংশোধনকারী কর্তৃপক্ষ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে দাখিল করিতে হইবে।
নতুন সফটওয়্যারে জন্মনিবন্ধন করার জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ
সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট এর উন্নয়নের লক্ষে EOI আহবান।
ভোটার তালিকা আইন ২০০৯ অনুসারে উপজেলা নির্বাচন অফিসার সদর, যশোর কর্তৃক যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডের খসড়া হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভোটার তালিকা যশোর পৌরসভার সাধারণ শাখায় সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবি অথবা অন্তর্ভূক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অন্তর্ভূক্তির বিষয় সম্পর্কে সংশোধনী দরখাস্ত আগামী ০৪ ফেব্রুয়ারী ২০২০ তারিখের মধ্যে যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করিতে হইবে।
যশোর পৌরসভার পক্ষ থেকে, পৌরবাসী সহ যশোরবাসীকে পবিত্র ঈদ-উল আযহা-২০১৯ এর শুভেচ্ছা । সম্মানিত পৌরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারী নির্দেশনা অনুযায়ী কোরবানি পশু জবাই করার জন্য পৌর এলাকায় মোট ৬১ টি কেন্দ্র নির্ধারিত করা হয়েছে।পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে সতর্কতার সাথে কোরবানির পশু জবাইয়ের জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে।ডেঙ্গু জ্বরের প্রভাবে রোগীর ১০৪ থেকে ১০৫ ডিগ্রী জ্বর, মাথা ব্যাথা মংশপেশীতে,চোখের পিছনে ও হাড়ে প্রচন্ড ব্যাথা,চামড়ায় লালাচে র্যা শ দেখা দিতে পারে।চিকুনগুনিয়া রোগে কখনো কখনো গিটের ব্যাথা হতে পারে।তাই এই রোগ গুলি প্রতিরোধ করতে এখনই আপনার বাড়ীর ফুলের টব,ভাঙ্গা হাড় পরিত্যাক্ত টায়ার,টিনের কৌটা,ডাবের খোসা,এসি ও ফ্রিজের তলায় পানি জমতে দিবেন না।দিনেও ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন।
দুদক অভিযোগ কেন্দ্র হট লাইন-১০৬
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আগামী ১৪ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২.০০ টার পূর্বে সংশ্লিষ্ট ব্যাক্তিগণকে পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোক সজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প নিজ দায়িত্বে ও খরচে অপসারণ করার জন্য অনুরোধ করা হলো । অন্যথায় উল্লেখিত কার্যক্রম নির্বাচনী আচারণ বিধি লংঘন বলে গন্য হবে ।
যশোর পৌর এলাকার সম্মানিত ব্যাবসায়ীগণকে জানানো যাচ্ছে যে, পৌর এলাকার মধ্যে ট্রেড লাইসেন্স বিহীন ব্যাবসা পরিচালনা করা দন্ডনীয় অপরাধ । যে সকল ব্যাবসায়ীগণ এখনও ট্রেড লাইসেন্স নবায়ন করেন নি তাদের আগামী ২৫ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে জরিমানা ব্যতীত ট্রেড লাইসেন্স, কোম্পানীর সাইন বোর্ড ও গোডাউনের লাইসেন্স নবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে । অন্যথায় উক্ত তারিখের পর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ ট্রেড লাইসেন্স ফি আদায় করা হবে ।
হোটেল রেস্তোরার জন্য পৌরসভা হতে ফুড প্রিমিসেস লাইসেন্স নিন এবং সিভিল সার্জন কতৃক কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ নিন || পাগলা কুকুরে কামড়ালে দ্রুত অধিক ক্ষারযুক্ত সাবান বা কাপড় কাচা সাবান দ্বারা ক্ষতস্থান ভাল করে ধুয়ে ফেলুন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিন || যত্রতত্র পোষ্টার/বিজ্ঞাপন স্থাপন ও লেখনী থেকে বিরত থাকুন, শহরের সৌন্দর্য্য বজায় রাখুন ||
বাড়ীঘর নির্মানের পূর্বে পৌরসভার অনুমোদন নিন এবং নির্মান কাজ শুরুর পূর্বে পৌরসভাকে অবহিত করুন || স্বাস্থ্য সচেতনতায় মা ও শিশুকে নিয়মিত টিকা দিন এবং ৬টি মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করুন || জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর নাগরিক অধিকার, জন্ম ও মৃত্যু পৌরসভায় নিবন্ধন করুন || পানির অপচয় রোধ করুন, অপচয় রোধে পৌরসভাকে অবহিত করুন এবং সময়মত পানির বিল পরিশোধ করুন ||
সচিব
নির্বাহী প্রকৌশলী