যশোর – খুলনা – বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অর্ন্তভুক্ত ছিল । ১৭৮১ খ্রীষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্ম প্রকাশ করে । বর্তমানে যশোর বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ইউনিট । পৃথিবীর মানচিত্রে যশোরের অবস্থান ২২ ৪র্৯ উত্তর অক্ষাংশ হতে ২৩ ২র্৩ উত্তর অক্ষাংশে এবং ৮৮ ৫র্০ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯ ৩র্৪ পূর্ব দ্রাঘিমাংশে। যশোর পৌরসভা গঠনের ইতিহাসও অতি প্রাচীন । আজ থেকে দুইশত সতের বছর আগে ১৭৯৩ খ্রীষ্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের এক চার্টারের মাধ্যমে তৎকালীন অবিভক্ত ভারতে পৌর প্রশাসনের সুচনা হয় । প্রথমে কলিকাতা , বোম্বাই ও মাদ্রাজে পৌর প্রশাসন প্রতিষ্ঠিত হয় । আরো অনেক বছর পর আইন গত ভিত্তি দেয়ার জন্য ১৮৪২ সালে প্রথম মিউনিসিপ্যাল আইন পাশ হয় । এ আইনে কোন শহরের বাড়ীর দুই -তৃতীয়াংশ মালিকের আবেদনের প্রেক্ষিতে টাউন কমিটি গঠনের বিধান চালু হয় । ১৮৫০ সালে মিউনিসিপ্যাল এ্যাক্ট নামে আরেকটি আইন পাশ হয় ।এ আইনে পৌরসভা গঠনের উদ্যোগ পৌরবাসীর উপর ছেড়ে দেওয়া হয় । আইনটি সারা ভারত বর্ষে প্রযোজ্য হলেও নগন্য সংখ্যক শহরে পৌরসভা গঠিত হয় ।