যশোর পৌরসভাতে ২০১৪ সালে মোট ১৪১৮৬টি জন্ম নিবন্ধন ও ৪৯৮টি মূত্যু নিবন্ধন হয়েছে এবং ২০১৫ সালে মোট ১৫৪৮৯টি জন্ম নিবন্ধন ও ৪৯০টি মূত্যু নিবন্ধন হয়েছে। এই হিসাব থেকে জন্ম ও মূত্যু হার বাহির করা কঠিন কারণ জনসংখ্যার মধ্যবর্তী বৎসরের কোন পরিসংখ্যান নাই।
সূচক | ২০১৪ | ২০১৫ |
---|---|---|
জন্ম নিবন্ধন | ১৪১৮৬ | ১৫৪৮৯ |
মৃত্যু নিবন্ধন | ৪৯৮ | ৪৯০ |
সূত্র: পৌরসভা
সর্বশেষ সংষ্করণ: মার্চ ২৭, ২০১৬